শিরোনাম
“কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে করণীয় সম্পর্কিত পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা”
বিস্তারিত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
ঈদ মোবারক
কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে আমাদের করণীয়
- সিটি কর্পোরেশন/পৌরসভা/জেলা পরিষদ/উপজেলা পরিষদ/ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কুরবানি নিশ্চিত করি। যত্রতত্র প্রাণি জবাই করা হতে বিরত থাকি।
- প্রাণি জবাই এবং কুরবানির পুরো কার্যক্রম চলাকালীন যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করি।
-
- সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দেই।
- জবাইকৃত প্রাণির উচ্ছিষ্টাংশ (রক্ত, চামড়া, নাড়িভুঁড়ি, হাড়, শিং, গোবর ইত্যাদি) ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলি।
- কুরবানির বর্জ্য অপসারণ বা কুরবানির গোশত বিতরণে পরিবেশসম্মত (বায়োডিগ্রেডেবল) ব্যাগ/পাত্র ব্যবহার করি।
- কুরবানির বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন/পৌরসভা/জেলা পরিষদ/উপজেলা পরিষদ/ইউনিয়ন পরিষদকে সহায়তা করি।
সুস্থ পরিবেশ নিশ্চিত করে ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করি
পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ
পরিবেশ অধিদপ্তর