BN- অদ্য ২৬/০৬/২০২৫ খ্রি. তারিখে লালমনিরহাট জেলার সদর উপজেলার লালমনিরহাট টু রংপুর মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্নকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় ৭ টি পরিবহনকে ৭টি মামলায় ৩৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা নগদ আদায় করা হয় এবং ৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মনোনীতা দাস। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: গোলাম আসিফ রহমান উপর্যুক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়। পুলিশ ও আনসার সদস্যবৃন্দ অভিযান পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। যানবাহনের তালিকা নিম্নরুপ :
ক্রমিক নং |
যানবাহনের নাম ও ঠিকানা |
জব্দকৃত মালামাল |
আর্থিক জরিমানার পরিমান |
০১ |
গোলাম মোস্তফা, আনিন্দ্য পরিবহন রংপুর-জ-১১-০০৭৫ |
২পিস হর্ণ |
৫০০/- (পাঁচশত) টাকা |
০২ |
মাসুদ পারভেজ চিশতিয়া এন্টারপ্রাইজ ঢাকা-জ-১৪-০০০৫ |
২পিস হর্ণ |
৫০০/- (পাঁচশত) টাকা |
০৩ |
মোঃ মোকলেছুর রহমান অশোক লেল্যান্ড ঢাকা মেট্রো-ট-২৪-০৭০৪ |
২পিস হর্ণ |
৫০০/- (পাঁচশত) টাকা |
০৪ |
জাবেদ ইসলাম মাহিন্দ্রা ঢাকা মেট্রো-ট-১৫-৭০২৮ |
১ পিস হর্ণ |
৫০০/- (পাঁচশত) টাকা |
০৫ |
মিলন কুমার রায় শাহ্ আলী ঢাকা মেট্রো-ব-১৫-৮৭৯১ |
২পিস হর্ণ |
৫০০/- (পাঁচশত) টাকা |
০৬ |
মোঃ আইয়ুব আলী আকিজ ট্রান্সপোর্ট ঢাকা মেট্রো-ট-১৪-৯৩১৫ |
২পিস হর্ণ |
৫০০/- (পাঁচশত) টাকা |
০৭ |
মোঃ হানিফ ঢাকা মেট্রো-ট-২২--২৫৭৪ |
২পিস হর্ণ |
৫০০/- (পাঁচশত) টাকা |
মোট= |
৩৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা |
পরিবেশ সুরক্ষা ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্নকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস