গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিবেশ অধিদপ্তর
লালমনিরহাট জেলা কার্যালয়
বাসা নং-১৯, রোডনং -০৫, স্টেডিয়াম রোড,
খোর্দ্দ সাপটানা, সদর, লালমনিরহাট।
প্রেস বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প” এর আওতায় সমগ্র দেশে একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে ৩০/০৪/২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন লালমনিরহাট এর যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী প্রতিষ্ঠান ও যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ০২(দুই)টি সিএনসি ৩ডি/৪ডি কাঠের ফার্নিচার প্রতিষ্ঠান এবং ০৬ (ছয়)টি যানবাহন চালককে তাদের যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহার করার অপরাধে ১৩,০০০/-(তেরো হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় এবং ১২ (বারো)টি হাইড্রোলিক হর্ণ জব্দপূর্বক ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মীর ফয়সাল আলী ও জনাব রওজাতুন জান্নাত, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়ার তানভীর আহমেদ ও জনাব মোস্তাক আহমেদ কপোত। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট এর সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায়। অত্র কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ গোলাম আসিফ রহমান উপর্যুক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এছাড়াও জেলা প্রশাসনের একদল পুলিশ সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। প্রতিষ্ঠান ও যানবাহনের তালিকা নিম্নরুপ:
ক্রমিক নং |
প্রতিষ্ঠান/যানবাহনের নাম (যদি থাকে), অভিযুক্ত ব্যক্তির নাম ও প্রতিষ্ঠানের ঠিকানা/গাড়ির নাম্বার |
জব্দকৃত মালামাল |
আর্থিক জরিমানার পরিমান |
০১ |
সীমা ফার্নিচার (জনাব মোঃ সাহেদুল ইসলাম) সাপটানা বাজার, সদর, লালমনিরহাট। |
|
৫,০০০/-(পাঁচ হাজার) টাকা |
০২ |
সালাম ফার্নিচার (মোঃ আব্দুস সালাম বকুল) সাপটানা বাজার, সদর, লালমনিরহাট। |
|
৫,০০০/- (পাঁচ হাজার) টাকা |
০৩ |
মোজাহার এন্টারপ্রাইজ ( জনাব নিরঞ্জন) RM-SA-11-0373 |
২টা হর্ণ |
৫০০/-(পাঁচশত) টাকা |
০৪ |
সাথী মাহী পরিবহন ( জনাব আব্দুল্লাহ আল মামুন) ঢাকা মেট্রো ট-২৪-৪০৯৭ |
২টা হর্ণ |
৫০০/-(পাঁচশত) টাকা |
০৫ |
রাহী বরাদ বায়িদ পরিবহন (জনাব সুজন ইসলাম) খুলনা মেট্রো শ-১১-০৩২৬ |
২টা হর্ণ |
৫০০/-(পাঁচশত) টাকা |
০৬ |
রানার (জনাব আব্দল মতিন) ঢাকা মেট্রো-ট-১৮-৭৯১২ |
২টা হর্ণ |
৫০০/-(পাঁচশত) টাকা |
০৭ |
জনাব মোঃ মিজানুর রহমান ঢাকা মেট্রো-ট-১৫-৭৪৫১ |
২টা হর্ণ |
৫০০/-(পাঁচশত) টাকা |
০৮ |
জনাব মোঃ জাকের খুলনা মেট্রো-শ-১১-০২৬৩ |
২টা হর্ণ |
৫০০/-(পাঁচশত) টাকা |
পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস