Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
"বিভাগীয় কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, নিশিন্দারা বগুড়া, রাজশাহী বিভাগ”বরাবর টেস্ট ফি জমা প্রদান প্রসঙ্গে।
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পরিবেশ অধিদপ্তর

লালমনিরহাট জেলা কার্যালয়

বাসা নং-১৯, রোডনং -০৫, স্টেডিয়াম রোড,

খোর্দ্দ সাপটানা, সদর, লালমনিরহাট।

www.doe.lalmonirhat.gov.bd


/১০/১৪৩১ বঙ্গাব্দ

স্মারক নং- ২২.০২.৫২০০.৪৩৭.৯৯.০০১.২৪.

তারিখ:----------------------------


/০২/২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: "বিভাগীয় কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, নিশিন্দারা বগুড়া, রাজশাহী বিভাগ”বরাবর টেস্ট ফি জমা প্রদান প্রসঙ্গে।

সূত্রঃ      (ক) পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়া  হতে ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রি. তারিখে  ২২.০২.১০২০.২২১.২৯.০০২.১৮.১৪৭ নং স্মারক।


উপর্যূক্ত বিষয় ও (ক) সূত্রের প্রেক্ষিতে অত্র কার্যালয়ের আওতাধীন যে  সকল শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তা ছাড়পত্রের শর্তানুসারে পানি/বায়ু/শব্দ পরীক্ষার জন্য "বিভাগীয় কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, নিশিন্দারা বগুড়া, রাজশাহী বিভাগ” বরাবর আবেদন করে থাকেন সে সকল উদ্যোক্তাকে জানানো যাচ্ছে যে, গবেষণাগারে টেস্ট ফি বাবদ চালান "বিভাগীয় কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, নিশিন্দারা বগুড়া, রাজশাহী বিভাগ" যার কোড নম্বর: ১৪৫০৩০২১২৪৫৭৬-১১০০০০০০০-১১০০১০০০-১৪২২৩২৯ বরাবর জমা প্রদানের নির্দেশনা রয়েছে। এছাড়া উক্ত টেস্ট ফি এর উপর ভ্যাট বাবদ চালান "বগুড়া সার্কেল-১, বগুড়া বিভাগ, শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী" যার কোড নম্বর: ১১১০২০৬১০২৩১৬-১১০০০০০০০-১১০০১০০০-১১৪১১০১ বরাবর জমা প্রদানেরও নির্দেশনা রয়েছে।

বর্ণিত কোড ব্যতিত অন্য কোডে টাকা জমা প্রদান করা হলে আবেদন বাতিল বলে গন্য হবে।

এমতাবস্থায় অত্র কার্যালয়ের আওতাধীন সংশ্লিষ্ট  উদ্যোক্তাগণকে বর্ণিত কোডে টেস্ট ফির চালান দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।






বিজন কুমার রায়

সহকারী পরিচালক

Email: lalmonirhat@doe.gov.bd



অনুলিপিঃ সদয় জ্ঞাতার্থে

০১। পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়।

০২। পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রাজশাহী  বিভাগীয় কার্যালয়।

০৩। উপপরিচালক (অর্থ), পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা।

০৪। সহকারী পরিচালক, মহাপরিচালক মহেদয়ের শাখা, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা।




ডাউনলোড
প্রকাশের তারিখ
04/02/2025
আর্কাইভ তারিখ
04/02/2030