অদ্য ১১ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রোজ সোমবার, পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট ও উপজেলা প্রশাসন, আদিতমারী, লালমনিরহাট এর যৌথ উদ্যোগে আদিতমারী উপজেলার ২ নং দুরাকাঠি,বিষবাড়ী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয় ও বিপনণের উদ্দেশ্যে মজুদ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে পলিথিন উৎপাদক মালিককে ১,৬০,০০০/-(এক লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ১০০০ কিলোগ্রাম (১ টন) নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিথিন তৈরির সামগ্রী জব্দ করা হয়। উপজেলা প্রশাসন, এর সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওজাতুন জান্নাত মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক জনাব মো: গোলাম আসিফ রহমান ।পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা পুলিশ, আদিতমারী-এর একদল সদস্য সার্বিকভাবে সহযোগিতা করেন। এ সময় বাজারের ক্রেতা ও বিক্রেতাগণকে পলিথিন ব্যবহার, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ থেকে বিরত থাকার জন্য নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস