“আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প” এর আওতায় সমগ্র দেশে একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে অদ্য ৩০.০৪.২০২৫ খ্রি.তারিখে লালমনিরহাট জেলার সদর উপজেলার লালমনিরহাট টু রংপুর মহাসড়কে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় ৬ টি পরিবহনকে ৬টি মামলায় ৩০০০/- এবং দুইটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপপূর্বক মোট ১৩,০০০ (তেরো হাজার) টাকা নগদ আদায় করা হয় এবং ১২ (বারো) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মীর ফয়সাল আলী ও জনাব রওজাতুন জান্নাত, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়ার তানভীর আহমেদ ও জনাব মোস্তাক আহমেদ কপোত। উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলার পরিদর্শক জনাব মোঃ গোলাম আসিফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট এর সহকারী পরিচালক বিজন কুমার রায় এবং আইন-শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন পুলিশ এর সদস্যবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস