“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এমন স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫।
২৫ জুন ২০২৫ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে জেলা প্রশাসক, লালমনিরহাট জনাব এইচ এম রকিব হায়দার ; পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মো: তরিকুল ইসলাম; সিভিল সার্জন, লালমনিরহাট জনাব ডাঃ আব্দুল হাকিম; উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট জনাব ড. মোঃ সাইখুল আরেফিন; অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), লালমনিরহাট জনাব মোঃ রাসেল মিঞা; সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় জনাব বিজন কুমার রায়; বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ; জেলার বিভিন্ন পরিবেশ বাদী সংগঠন (সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ, গ্রীণ ভয়েস, জীববৈচিত্র কল্যাণ সংস্থা), স্কাউটস্ ও রোভার স্কাউটস্ সদস্য বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন এনজিএ প্রতিষ্ঠান (ইকো সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বন্ধু ফাউন্ডেশন), বিভিন্ন কল-কারখানা প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ, ক্লিনিক-ডায়াগনিস্টিকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, লালমনিরহাটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব এইচ এম রকিব হায়দার এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রাসেল মিঞা ।
আলোচনা অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব সাইখুল আরিফিন, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব মোঃ হামিদুর রহমান। এসময় বক্তারা প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক এবং প্লাস্টিক দূষণ রোধে করণীয় শীর্ষক বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এরপর আমন্ত্রিত অতিথিগণ বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও গাছের চারা বিতরণ করেন।
আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক গাছের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ২০০(দুই শত) গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসন, লালমনিরহাট ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস