অদ্য ১৪ জানুয়ারি, ২০২৫ “তারুন্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট জেলাস্থ “ জিরো ওয়েস্ট বিগ্রেড” সদস্যদের নিয়ে পলিথিন বর্জন ও প্লাস্টিক পন্যের বিকল্প ব্যবহার ও সিঙ্গেল ইউজড প্লাস্টিক ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সমন্বয়কারী , মোঃ এনামুল হক টিপু, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা, লালমনিরহাট; জেলা সমন্বয়কারী, মোঃ রাশেদুল ইসলাম, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি; সভাপতি নিশিকান্ত রায়, জীব বৈচিত্র কল্যান সংস্থা, লালমনিরহাট; সভাপতি ,মোঃ খাইরুল ইসলাম, সবুজ সেবা ফাউন্ডেশন ; সভাপতি মোঃ আব্দুর রহমান, গ্রীণ ভয়েস, আদিতমারী ও গ্রীন ভয়েস এর সদস্যবৃন্ধ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় পলিথিন/পলিপ্রোপাইলিন, শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজড প্লাস্টিকের ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক প্রচার-প্রচারনা পরিচালনা করা এবং দৈনন্দিন জীবনে সিঙ্গেল ইউজড প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার কমানোর উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া “তারুন্যের উৎসব-২০২৫ ” উদযাপনকালে “ জিরো ওয়েস্ট বিগ্রেড” সদস্যদের কার্যপরিধি বিষয়ক দিক নির্দেশনা প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস