গত ০৩ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রি. তারিখে লালমনিরহাট জেলার স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ ফাউন্ডেশনের উদ্যোগে, পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের দিক নির্দেশনায় ও জেলা প্রশাসন, লালমনিরহাটের সার্বিক সহযোগিতায় লালমনিরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জনাব মো. তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট; জনাব মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লালমনিরহাট; জনাব বিজন কুমার রায়, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়; ডা. সামিরা হোসেন, মেডিকেল অফিসার, সদর হাসপাতাল, লালমনিরহাট। এছাড়াও পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ গোলাম আসিফ রহমান, লালমনিরহাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাদিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ তুহিনুর রহমান, সবুজ সেবা ফাউন্ডেশন, লালমনিরহাটের সভাপতি জনাব মোঃ খায়রুল কবীর, পরিবেশ অধিদপ্তর , লালমনিরহাট কর্তৃক প্রতিষ্ঠিত জিরো ওয়েস্ট ব্রিগেডের সদস্যবৃন্দ, রেনেসাঁ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জনাব মো. সানজিদ হোসেন অমিও, জনাব, মো. সায়েম আদনান, জনাব মো. আজহারুল ইসলাম সৌরভ সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস