অদ্য ২৫/০৫/২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে শিল্প উদ্যোক্তাগণকে সম্পৃক্ত করে দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়নে সচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ইটভাটা, চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইটভাটা মালিকদের ব্লক উৎপাদনে উৎসাহিত করা হয়। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদের দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পরামর্শ দেয়া হয়। বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ এর প্রতিপাদ্য: প্লাস্টিক দূষণ বন্ধ করি ও স্লোগান: প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়;-কে কেন্দ্র করে প্লাস্টিক দূষণ ও প্রতিরোধ, প্লস্টিকের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত অনুষ্ঠানে আলোচিত হয় । পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব গোলাম আসিফ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী জনাব পরিচালক বিজন কুমার রায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস