বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অদ্য ২৭/০৫/২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর,লালমনিরহাট জেলা কার্যালয়ের-এর উদ্যোগে কালেক্টরেট কলেজিয়েট স্কুল, লালমনিরহাটে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় লালমনিরহাট জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগীতার বিচারিক দায়িত্ব পালন করেন জনাব মাহরুফ হোসেন, সহকারী শিক্ষক, লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয়; জনাব তাপস রঞ্জন বণিক, প্রশিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমী, লালমনিরহাট এবং জনাব মোঃ সফিয়ার রহমান, সিনিয়র শিক্ষক, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, লালমনিরহাট। পরিবেশ অধিদপ্তর,লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব গোলাম আসিফ রহমান চিত্রাঙ্কন প্রতিযোগীতার সার্বিক তত্ত্বাবধান করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায়। চিত্রাঙ্কন প্রতিযোগীতার ফলাফল আগামী ২৮/০৫/২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের ওয়েবসাইট www.doe.Lalmonirhat.gov.bd এ প্রকাশিত হবে এবং বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস