অদ্য ০১ জুন, ২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় এবং জেলা তথ্য অফিস, লালমনিরহাটের যৌথ উদ্যোগে লালমনিরহাট শহরের বিভিন্ন স্থান ও বিডিআর হাট নামক স্থানে পশু কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে করণীয় শীর্ষক প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায় এবং পরিদর্শক জনাব মোঃ গোলাম আসিফ রহমান উক্ত প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন এবং পশু কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। জেলা তথ্য অফিস, লালমনিরহাটের উদ্যোগে “পশু কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে আমাদের করণীয়” শীর্ষক লিফলেটটি মাইকিং-এর মাধ্যমে লালমনিরহাট শহরের বিভিন্ন স্থানে প্রচার করা হয় এবং পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের সাথে যৌথভাবে লিফলেট বিতরণ করা হয়। জেলা তথ্য অফিস, লালমনিরহাটের সাইন অপারেটর জনাব মোঃ সুজা মিয়া, এপিএই অপারেটর জনাব শ্রী পলাশ কুমার রায়, অফিস সহায়ক জনাব মোঃ বেনজির আহম্মেদ এবং ড্রাইভার জনাব মোঃ ইউসুফ আলী উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস