অদ্য (১২/০৩/২০২৫ খ্রি.) তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসারে উপজেলা প্রশাসন, কালীগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের-এর যৌথ উদ্যোগে কালীগঞ্জ উপজেলায় অবস্থিত অবৈধ ০২ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কালীগঞ্জে অবস্থিত ০২ (দুই) টি অবৈধ ইটভাটা যথাক্রমে মেসার্স এম জে এ-২ ব্রিকস ও মেসার্স বিবিএমসি ব্রিকস্ নামক ইটভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়, কাঁচা ইট ভেঙ্গে দেয়া হয়, এক্সেভেটার দিয়ে ইটভাটার দেয়াল ভেঙ্গে দেয়া হয় এবং চিমনি ব্যবহারের অনুপযোগী করে ভেঙ্গে দিয়ে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সিফাত আনোয়ার তুমপা এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো: গোলাম আসিফ রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব এ. কে. এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), লালমনিরহাট এবং পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুৃমার রায়। এছাড়া উক্ত অভিযানটিতে বাংলাদেশ সেনাবাহিনীর লালমনিরহাট ক্যাম্পের সদস্যবৃন্দ, কালীগঞ্জ উপজেলা পুলিশ, ফায়ার সার্ভিস,কালীগঞ্জ সার্বিক সহযোগিতা প্রদান করেন। অত্র কার্যালয়ের পক্ষ থেকে পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস