Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের-উদ্যোগে আদিতমারীতে অবস্থিত ০২ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা
বিস্তারিত

অদ্য (১১/০৩/২০২৫ খ্রি.) তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসারে উপজেলা প্রশাসন, আদিতমারী  ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের-এর যৌথ উদ্যোগে  আদিতমারীতে  অবস্থিত ০২ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়  আদিতমারীতে অবস্থিত ০২ (দুই) টি ইটভাটা যথাক্রমে মেসার্স এল এন ব্রিকস ও মেসার্স সান-২ নামক ইটভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়, কাঁচা ইট ভেঙ্গে দেয়া হয়, এক্সেভেটার দিয়ে ইটভাটার দেয়াল ভেঙ্গে দেয়া  হয় এবং চিমনি ব্যবহারের অনুপযোগী করে ভেঙ্গে দিয়ে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নূর-ই- আলম সিদ্দিকী  এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো: গোলাম আসিফ রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), আদিতমারী এবং পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুৃমার রায়।পুলিশ বিভাগ, আদিতমারী  ও ফায়ার সার্ভিস, আদিতমারী এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অত্র কার্যালয়ের পক্ষ থেকে পরিবেশ  সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/03/2025
আর্কাইভ তারিখ
11/03/2029