“তারুণ্যের উৎসব-২০২৫ ও বিসিক উদ্যোক্তা মেলা “ উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে মেলার ভেন্যু কালেক্টরেট মাঠ, লালমনিরহাটে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে গঠিত “জিরো ওয়েস্ট ব্রিগেড, লালমনিরহাট” উক্ত পরিচ্ছন্নতা অভিযান পালন করে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জনাব মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লালমনিরহাট ও জনাব বিজন কুমার রায়, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় । তারা সক্রিয়ভাবে জিরো ওয়েস্ট ব্রিগেড টিমের সাথে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কর্মসূচি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মাহবুবুর রহমান জানান যে, এ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি, নিজেদের জায়গা থেকে সচেতন হলেই কেবলমাত্র একটি পরিচ্ছন্ন সমাজ গঠন করা সম্ভব। জনসচেতনা সৃষ্টি করাই “জিরো ওয়েস্ট ব্রিগেড, লালমনিরহাট”-এর প্রধান উদ্দেশ্য। তিনি জিরো ওয়েস্ট ব্রিগেড, লালমনিরহাট এবং পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটকে বিশেষ ধন্যবাদ জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস