অদ্য ২১ জানুয়ারী, ২০২৫ খ্রি. তারিখে "এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" প্রতিপাদ্যে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটে আয়োজনে
লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে " পরিবেশ সংরক্ষণে জিরো ওয়েস্ট ব্রিগেড এর ভূমিকা ও প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠান ও পরিবেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এতে উপস্থিত বক্তারা "জিরো ওয়েস্ট ব্রিগেড এর ভূমিকা ও প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)জনাব মোঃ মাহবুবুর রহমান। তিনি বলেন " লালমনিরহাটের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে জিরো ওয়েস্ট ব্রিগেড ক্লাব গঠিত হবে এবং সকল শ্রেণী পেশার মানুষ নিয়েও টিম গঠন করে আমরা পরিবেশ ও জলবায়ু রক্ষায় ভূমিকা রাখবো"
এরপর উপস্থিত ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এতে প্রাথমিক বাছাইয়ের পর তিনজনকে চুড়ান্ত ভাবে বিজয়ী ঘোষনা করা হয়। এরপর সবুজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে বিদ্যালয়ের মাঠে ভেষজ বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,লালমনিরহাট।লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আইয়ুব আলী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো:গোলাম আসিফ রহমান, জীব বৈচিত্র্য কল্যাণ সংস্থার প্রতিনিধি লালমনিরহাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক জনাব সাদিকুল ইসলাম এবং উক্ত সংস্থার সভাপতি জনাব নিশিকান্ত রায়, গ্রীন ভয়েচ লালমনিরহাট জেলার প্রতিনিধি জনাব রেদওয়ান রাঙ্গা, সবুজ সেবা ফাউন্ডেশনের সভাপতি জনাব মো: খায়রুল কবীর এবং উক্ত ফাউন্ডেশনের সদস্য জনাব বিপুল ইসলাম, জনাব মোঃ আশরাফুল ইসলাম, জনাব মোঃ আজহারুল ইসলাম, জনাব মোঃ কামাল উদ্দিন সহ আর ও অনেকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস